শিখদের এই অপমান মেনে নেবে না বাংলা, ক্ষমা চাইতে হবে গদ্দার ও বিজেপিকে

Must read

প্রতিবেদন : গদ্দার অধিকারীর শাস্তি চাই। দোষীদের শাস্তি চাই। বাংলার মানুষ শিখদের (Sikhs) অপমান মেনে নেবে না। এবার এমনটাই দাবি তুলল শিখ সম্প্রদায়। শিখ আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলার অভিযোগে শিখেদের বিক্ষোভ অব্যাহত। বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয়ের বাইরে গদ্দার অধিকারীর গ্রেফতারির দাবিতে অবস্থানে বসেন শহরের শিখেদের একাংশ। শনিবার শিখ সম্প্রদায়ের মহিলারা কীর্তন গান করতে থাকেন। বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সমস্ত সম্প্রদায়ের মানুষকে তাঁদের ধরনায় শামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের ডাকে সাড়া দিয়ে শুক্রবার বিভিন্ন মসজিদের ইমামেরা হাজির হন মুরলীধর সেন লেনের ধরনামঞ্চে।

আরও পড়ুন-বিরোধী উসকানি সত্ত্বেও ছন্দে ফিরছে সন্দেশখালি

ইতিমধ্যেই গদ্দার অধিকারী-সহ দোষীদের শাস্তির দাবি করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন শিখ (Sikhs) গুরুদ্বার কমিটির প্রতিনিধিরা। শিখ সম্প্রদায়ের সাত সদস্যের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেয়। আইপিএস আধিকারিককে ‘খালিস্তানি’ বলে অপমান করে গদ্দার অধিকারী এবং বিজেপির প্রতিনিধিদল শিখ ধর্মাবলম্বীদের পাগড়ি অর্থাৎ ‘পবিত্রতা’ এবং ‘আত্মসম্মান’কে অপমান করেছেন। রাজ্যপাল নিজেও এই ঘটনার নিন্দা করেছেন।

Latest article