২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মিলবে একশো দিনের টাকা

কথা দিলে কথা রাখে তৃণমূল

Must read

প্রতিবেদন : ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে দেওয়া শুরু ২৬ ফেব্রুয়ারি। ১ মার্চ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। ইতিমধ্যে সব জেলাশাসককে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠকে তিনি বলেন, একই দিনে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ১০০ দিনের সব শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তবে ধাপে ধাপে ১ মার্চের মধ্যে মজুরির টাকা ঢুকে যাবে। যাতে একশো দিনের টাকা নিয়ে কোনওরকম বিভ্রান্তির সৃষ্টি না হয়, তার জন্য যথোপযুক্ত প্রচারের নির্দেশ দেন তিনি। কেন্দ্র ১০০ দিনের শ্রমিকদের টাকা দু’বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে। বারবার দরবার করে, ধরনা-বিক্ষোভের পর কেন্দ্র প্রাপ্য বকেয়া না মোটানোয় রাজ্য সরকার (West Bengal Government) এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমতো ২৬ ফেব্রুয়ারি থেকে ওই টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব।
একইসঙ্গে মুখ্যসচিব নির্দেশ দেন, গরম পড়তে শুরু করে দিয়েছে। ডেঙ্গি বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গি প্রতিরোধের কাজ শুরু করে দিতে হবে। ডেঙ্গি নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের ওপর জোর দেওয়া, নাগরিক সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে সবুজসাথী সাইকেলও যাতে সময়ে দিয়ে দেওয়া হয়, তার ওপর জোর দিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- শিখদের এই অপমান মেনে নেবে না বাংলা, ক্ষমা চাইতে হবে গদ্দার ও বিজেপিকে

Latest article