India vs New Zealand 2nd Test: মুম্বইতে আজ শুরু মীমাংসার ম্যাচ, বিরাট-ধাঁধায় দল নির্বাচন

পণ্ড প্র্যাকটিস, টেস্টেও বৃষ্টির আশঙ্কা। ফর্ম ফেরাতে মরিয়া দুই তারকা

Must read

মুম্বই, ২ ডিসেম্বর : মুম্বইতে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলে উইকেটে ড্যাম্পনেস আসবে ধরে নিয়ে নিল ওয়াগনারকে বাড়তি পেসার হিসাবে খেলানোর কথা ভাবছে নিউজিল্যান্ড (India vs New Zealand 2nd Test)। কিউয়িদের জন্য এই কাজটা খুব সহজ। কিন্তু ভারতীয় টিম (India vs New Zealand 2nd Test) ম্যানেজমেন্টের কাছে এটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। বিরাট কোহলি (Virat Kohli) ফিরে আসায় দলে একটা জায়গা খালি করতে হবে। প্রশ্ন হল তাহলে কে বাইরে যাবেন?

বৃহস্পতিবার এই বৃষ্টির জন্য মাঠে প্র্যাকটিস করতে পারেননি বিরাটরা। বিরাট নিজে রাহানে, পুজারা ও শুভমান গিলকে নিয়ে চলে যান ওয়াংখেড়ে স্টেডিয়ামের ইন্ডোর প্র্যাকটিস হলে। তাঁদের সঙ্গে ছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। হাওয়া অফিসের খবর, মুম্বই (Mumbai) টেস্টের প্রথম দু’দিন বৃষ্টি সমস্যায় ফেলতে পারে। এমনকি আশঙ্কা রয়েছে ভেজা মাঠে প্রথম দিন খেলা নাও হতে পারে। অধিনায়ক বিরাট বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুম্বইয়ের বৃষ্টি নিয়ে অনেক কথা বলেছেন। যা থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, আকাশের দিকে তাকিয়ে এই টেস্টের দল বাছতে চান তিনি। মেঘলা আকাশ আর ড্যাম্প উইকেটের খবরে মহম্মদ সিরাজের নাম হাওয়ায় ভাসছে। পেসারদের কেউ বসলে অফ ফর্মে থাকা ইশান্ত শর্মার নাম বাদের তালিকায় আসতে পারে।

আরও পড়ুন: Wriddhiman-Virat : ঋদ্ধিকে ম্যাচ ফিট বলে দিলেন বিরাট

অজিঙ্ক রাহানে ইদানীং খুব খারাপ ফর্মের মধ্য দিয়ে গেলেও আগের টেস্টের ক্যাপ্টেনকে মুম্বইয়ে প্রথম এগারোর বাইরে রাখা খুব কঠিন। আর সেটাও তাঁর ঘরের মাঠে। রাহানের মতোই রানে নেই চেতেশ্বর পুজারাও। তবে তাঁকেও সম্ভবত দলে রেখে দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকায় কোকাবুরা বলে আনরিখ নর্তজে আর কাগিসো রাবাদাকে সামলাতে দরকার হবে এই রাহানে ও পুজারাকে। দুজনেরই বিদেশে ভাল খেলার সুনাম রয়েছে।

পরিস্থিতি যা তাতে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে বসতে হতে পারে। আবার শঙ্কা রয়েছে কানপুরে দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা শ্রেয়স আইয়ারকে নিয়েও। এক্ষেত্রে তিনশো করেও করুণ নায়ারের বাদ যাওয়ার কথা মনে করা যেতে পারে। মায়াঙ্ক বসলে কে ওপেন করবেন, সেটাও ভাবাচ্ছে। পুজারার নাম আসছে। ঋদ্ধিমান সাহা খেললে অন্য কথা, নাহলে তাঁর জায়গায় যিনি আসবেন সেই শ্রীকার ভরতকেও শুভমান গিলের (Shuvman Gill) সঙ্গে আসতে দেখা যেতে পারে।

এদিকে, কানপুরে (Kanpur) রুদ্ধশ্বাস টেস্টে সিরিজ অমীমাংসিত রেখে মানসিকভাবে ভাল জায়গায় রয়েছে কিউয়ি শিবির। তবে টিম সাউদি বলেছেন, মুম্বইয়ের আবহাওয়ার জন্য তাঁদের প্রস্তুতি মার খেয়েছে। নিউজিল্যান্ড মিডল অর্ডার, বিশেষ করে রস টেলরের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সাউদি তাকে আমলই দিচ্ছেন না। জানালেন, টেলর যথেষ্ট অভিগ্য। জানেন কিভাবে খেলতে হবে।

Latest article