সামনে শ্রীলঙ্কা, দোষ স্বীকার করেও সাফাই স্টিমাচের

Must read

মালে, ৫ অক্টোবর : সাফ চ্যাম্পিয়নশিপে ১০ জনের বাংলাদেশের কাছে আটকে গিয়ে চাপে ভারত। কোচ ইগর স্টিমাচ বলেছেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে না পারার জন্য আমরা নিজেরাই দোষী।’’
সুনীল ছেত্রীর গোলের পরেও লিড ধরে রাখতে পারেনি দল। এরপর বাংলাদেশ ১০ জন হয়ে যাওয়ার সুযোগও নিতে পারেনি। স্টিমাচ বলেছেন, ‘‘সব কিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরাই ম্যাচে কর্তৃত্ব করেছি। ১-০ ব্যবধানে এগিয়ে ছিলাম। তারপর মাঠে আমাদের একজন থাকার সুবিধা ছিল। এত কিছুর পরেও কিছু অজানা কারণে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারালাম। সহজ পাস বিপক্ষের পায়ে তুলে দিয়েছি। অহেতুক ভুল করেছি। প্রতিপক্ষের আত্মবিশ্বাস যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কীভাবে আমরা ম্যাচ বের করব!’’

আরও পড়ুন :সোশ্যাল মিডিয়ায় বিঘ্ন, বিপুল টাকা ক্ষতি জুকেরবার্গের

সুনীলদের কোচ আরও বলেন, ‘‘আমরা নিজেদের কাজটা ঠিকঠাক না করার শাস্তি পেয়েছি। এই ভারতীয় দলটি অভিজ্ঞ। কিন্তু আমরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারিনি। আমি অনেক বেশি প্রত্যাশা করেছিলাম। সেই কারণেই হয়তো অহেতুক চাপ নিয়ে ফেলেছিল ছেলেরা। আগেও এটা হয়েছে। যার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এটুকু বলতে পারি, ম্যাচের ৭৫ মিনিটের বেশি সময় ছেলেরা ভাল ফুটবল খেলেছে। কিন্তু বাকি ১৫ মিনিট অগোছাল,
ভুলে ভরা।’’ বৃহস্পতিবার পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বোর্ড রুমে ফিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। তবে মঙ্গলবার অনুশীলন ছিল না। হোটেলের জিমেই রিকভারি সেশন ছিল প্রীতম, মনবীরদের। শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি বুধবার মাঠেই সারবে স্টিমাচের ভারত। দলে কোনও চোট সমস্যা নেই। বৃহস্পতিবারের ম্যাচে সবাইকেই পাওয়া যাবে।

Latest article