আজ ফের লিগে নামছে মহমেডান

Must read

প্রতিবেদন : ডুরান্ড হারানোর হতাশা কাটিয়ে বুধবার মহালয়ার দিন ফের কলকাতা লিগে খেলতে নামছে মহমেডান স্পোর্টিং। কল্যাণী স্টেডিয়ামে লিগের কোয়ালিফায়ারে মার্কাস, আজহারউদ্দিনদের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। এই ম্যাচ জিতলে লিগের খেতাবি লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে মহমেডান। হারলে লিগের লড়াই থেকেও ছিটকে যাবে সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন : সামনে শ্রীলঙ্কা, দোষ স্বীকার করেও সাফাই স্টিমাচের

যুবভারতীর মতো মহালয়ার দিন কল্যাণী স্টেডিয়ামেও দর্শক থাকছে। হাজার দু’য়েক সমর্থক মহমেডানকে সমর্থন জানাতে হাজির থাকতে পারবেন মাঠে। যা নিয়ে এদিন মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, ‘‘সমর্থকদের জন্যই আমরা জিততে চাই। ওরাই দলের শক্তি। যুবভারতীতে খেলা হলে ভাল হত। আমাদের দলের পাসিং ফুটবলের জন্য উপযুক্ত মাঠ। বর্ষায় অন্য মাঠে একটু সমস্যা হয়। তবে আমরা যে কোনও পরিস্থিতিতেই ভাল ফুটবল খেলতে চাই।’’ লিগের ম্যাচে খেলতে পারেন দুই বিদেশি। নিকোলা, মার্কাস, শাহিনের মধ্যে কোন দু’জন খেলবেন, তা ম্যাচের আগে ঠিক করবেন কোচ। এদিকে গতবারের লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস বিদায় নিল। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে রেলওয়ে এফসি-র কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হল পিয়ারলেস। অচিন্ত্য ঘোষ ও অ্যান্টনি সোরেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রেল। দ্বিতীয়ার্ধে ক্রোমা ও ডিক্সন লাল কার্ড দেখায় ৯ জন হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। সেই সুযোগ নিয়ে আরও দু’টি গোল করে রেল। গোলদাতা সুকুরাম সর্দার ও সৌরিশ গোস্বামী। দুরন্ত ফুটবল খেলে এদিন ম্যাচের সেরা হন সুকুরাম।

Latest article