নাম তুলে নিল ভারতীয় হকি দল

Must read

নয়াদিল্লি, ৫ অক্টোবর : কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় হকি দল। আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। মঙ্গলবার হকি ইন্ডিয়ার তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, বার্মিংহাম গেমসে দল পাঠাবে না ভারত। ৪১ বছর পর অলিম্পিকে পদক জয়ের খরা কাটিয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। ব্রোঞ্জ জিতে ফেরেন মনপ্রীত-শ্রীজেশরা। মেয়েরাও দুর্দান্ত পারফরম্যান্স করে টোকিওতে সেমিফাইনালে ওঠে। কিন্তু কমনওয়েলথ গেমসের থেকে আগামী বছরের এশিয়ান গেমসকে অগ্রাধিকার দিচ্ছে ভারত।

কারণ, ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন ইভেন্ট হিসাবে গণ্য হবে এশিয়াড। তাছাড়া ইংল্যান্ডে কোভিড পরিস্থিতি ও কোয়ারেন্টিন বিধিও কমনওয়েলথ গেমস থেকে ভারতের নাম প্রত্যাহারের অন্যতম কারণ। ইংল্যান্ডে গিয়ে ১০ দিনের নিভৃতাবাসে থাকাটা বাধ্যতামূলক। কঠোর এই স্বাস্থ্যবিধিতে আপত্তি হকি ইন্ডিয়ার।
হকি ইন্ডিয়ার বিবৃতিতে লেখা হয়েছে, ‘ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছনোর পরেই ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এমনকী যাদের টিকার দু’টি ডোজ নেওয়া আছে তাদেরও এই নিয়ম মানতে হবে। অথচ এটা দুর্ভাগ্যজনক যে ভারতের টিকাকরণকে এখনও স্বীকৃতি দেয়নি ব্রিটেন সরকার।’

Latest article