হারারে : এত সহজে ম্যাচ জেতা যায়, কে ভেবেছিল! ম্যাচের সঙ্গে সিরিজটাও চলে এল শনিবারের বারবেলায়, অনায়াসে। সোমবারের শেষ ম্যাচ এখন ভারতের (India vs Zimbabwe) কাছে নিয়মরক্ষায় দাঁড়িয়ে গেল।
ভিক্টর নিয়াউচি যখন তাঁর প্রথম ওভারে ওপেনার কে এল রাহুলকে (১) তুলে নিলেন, মনে হয়েছিল জিম্বাবোয়ে (India vs Zimbabwe) এবার কিছু একটা করবে। কিন্তু ম্যাচ যত গড়াল, একটু একটু করে আগের ম্যাচের ছবিটাই সামনে এল। সেই ম্যাচে দশ উইকেটে হেরেছিল জিম্বাবোয়ে। শনিবার ব্যাবধান কমল পাঁচ উইকেটে। কিন্তু স্কোরবোর্ড দিয়ে কি হাতি-ঘোড়া বোঝা যায়? আসলে আফ্রিকানরা ভারতের এই বি টিমের সামনেও দাঁড়াতে পারেনি। না হলে ২৫.৪ ওভারে জয়ের রান তুলে নিতে পারে না ভারত। না, কোনও লড়াই হয়নি!
একটা সময় জিম্বাবোয়ে টেস্ট খেলত। কিন্তু খেলার মান নেমে যাওয়ায় সেই স্ট্যাটাস হারিয়েছে। তাদের ক্রিকেটীয় মান ক্রমশ নিচেই নেমেছে। তবু বাংলাদেশকে ২-১-এ হারিয়ে এই সিরিজে লড়াইয়ের বার্তা দিয়েছিল চাকাভার দল। এখন দেখা গেল কোনও লড়াই নেই। এদিন রাহুলের মতো ইশান কিশানও (৬) রান পাননি। দীপক চাহার করেছেন ২৫ রান। কিন্তু ধাওয়ান ও শুভমন দু’জনেই ৩৩ রান করে দলকে জয়ের রাস্তায় নিয়ে এলেন। বাকিটা এল সঞ্জু স্যামসনের ( ৪৩ নট আউট) ব্যাট থেকে।
আরও পড়ুন: রাজস্থানের কাছে হার মোহনবাগানের
কে এল রাহুলের টস-ভাগ্য যে খুব ভাল সেটা বোঝা গেল এদিনও। আরও একটা টস তিনি জিতলেন ও জিম্বাবোয়েকে আগে ব্যাট করতে ডাকলেন। কিন্তু রাহুলের দলের টিম লিস্টে দীপক চাহারের নাম দেখতে না পেয়ে অনেকেই অবাক। ছ’মাস পর ম্যাচে ফিরে আগেরদিন চাহার ২৭ রানে তিনটি উইকেট নিয়েছিলেন। চাহারকে এদিন কেন দলে রাখা হয়নি, তার কোনও ব্যাখ্যা দেয়নি টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে মাঠে নেমে ৭ ওভারে ৩৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও দীপক হুদা।
৭২ রানের মধ্যে অর্ধেক ব্যাটারকে খুইয়ে প্রবল চাপে পড়েছিল জিম্বাবোয়ে। ঠিক একই ছবি দেখা গিয়েছিল প্রথম ম্যাচেও। সেই ম্যাচে তাদের টপ অর্ডার যেমন চূড়ান্ত ব্যার্থ হয়েছিল, এদিনও তাই। সিরাজ, শার্দূল ও প্রসিধের সামনে কাইতানো (৭), কাইয়া (১৬), মাধেবেয়ার (২), চাকাভা (২) ও সিকান্দার রাজা (১৬) পরপর ফিরে গেলেন। সিকান্দারের উইকেট অবশ্য কুলদীপের। যিনি প্রথম ম্যাচে উইকেট পাননি। জিম্বাবোয়ে এরপরও ৩৮.১ ওভারে ১৬১ রান তুলতে পেরেছে সিন উইলিয়ামস (৪২) ও রায়ান বার্লের (৩৯ নট আউট) জন্য। কিন্তু আগের দিনের মতো শনিবার তাদের কোনোও পার্টনারশিপ গড়ে ওঠেনি। মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পা রাখতে পেরেছেন। এরপর তারাই হারবে, এটা স্বাভাবিক।