৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক ভারতের, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পেলেন মনপ্রীতরা

Must read

টোকিও, ৫ অগাস্ট: ইতিহাস গড়ল ভারতীয় পুরুষ হকি দল। ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতল তারা। শক্তিশালী জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

দ্বিতীয় কোয়ার্টারে ৩-১ গোলে পিছিয়ে পড়েছিলেন মনপ্রীতরা। সেখান থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে ভারতীয় দল। গোলকিপার শ্রীজেশ, অধিনায়ক মনপ্রীত সিং, রূপিন্দর, হার্দিকদের মিলিত টিম গেমে প্রবল প্রতিপক্ষ জার্মানদের বিরুদ্ধে বাজিমাত ভারতীয় হকি দলের।

আরও পড়ুন-অভিষেকের কেন্দ্রে রেকর্ড: ১০০% বাসিন্দাকেই টিকার প্রথম ডোজ

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লেখেন,” অনেক অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে। ৪১ বছর পর আবারও পদক জয় তাদের। এই ঐতিহাসিক জয় নতুন ইতিহাস তৈরি করল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় হকি দলের উদ্দেশে লেখেন,” ইতিহাস। অনেক অভিনন্দন ভারতের পুরুষ  হকি দলকে ব্রোঞ্জ পদক জয়ের জন‍্য। এটা একটা নতুন ভারত। অনেক অভিনন্দন গোটা দলকে।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় লেখেন,” আরেকটি গর্বের দিন। অনেক অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে।”

আরও পড়ুন-বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেন্দ্রকে একহাত নিলেন দেব, বললেন, নেত্রী প্রধানমন্ত্রী না হলে ঘাটাল বাঁচবে না

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইট করে অভিনন্দন জানান মনপ্রীত সিংদের। তিনি লেখেন,” অনেক অভিনন্দন ভারতীয় হকি দলকে। ভারতের কাছে গর্বের দিন এটি।”

Latest article