বাংলাদেশের কাছে হেরে গেলেও লিগ টেবিলের এক নম্বরে থেকে ফাইনালে ওঠে ভারত। সুপার লিগ পর্যায়ে আজ সম্মুখসমরে ছিল ভারত-শ্রীলঙ্কা (India Srilanka)। কলম্বোর সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন রোহিত শর্মারা। প্রেমদাসা স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয় দু’দল। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল শান্তিনিকেতন
উল্লেখ্য, কলম্বোয় মোট ৩ বার এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৬, ১৯৯৭ ও ২০০৪ সালে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এই প্রথমবার কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা পরাজিত হয় এবং চ্যাম্পিয়ন হয় ভারত। কলম্বোয় একপ্রকার নতুন ইতিহাস লিখে দিয়ে এল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-লা লিগাকে দেওয়া হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম
২০০০ সালের ত্রিদেশীয় ট্রফির ফাইনালে ভারতকে ৫৪ রানে অল-আউট করে দিয়েছিল শ্রীলঙ্কা। বলা বাহুল্য, ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে বদলা নিল টিম ইন্ডিয়া। রবিবার এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে শ্রীলঙ্কার ইনিংসে ইতি টানলেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়দের যে লজ্জার মুখে পড়তে হয়েছিল, তার বদলা আজ হল।
আরও পড়ুন-দুরন্ত জয় ডায়মন্ড হারবার এফসির, এক্সে শুভেচ্ছা অভিষেকের
আজ, রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে আটকে দিয়েছে ভারত। ১৫.২ ওভারেই অল-আউট হয়ে যায় তারা। ছ’টি উইকেট পান সিরাজ। (সাত ওভারে ২১ রান দিয়ে ছয় উইকেট)। ২.২ ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেন হার্দিক। পাঁচ ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন বুমরাহ।