ঢাকা, ৯ জুলাই : প্রত্যাশামতোই জয় দিয়ে বাংলাদেশ (IND-W vs BAN-W 1st T20I) সফর শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার মিরপুরে আয়োজিত প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা (IND-W vs BAN-W 1st T20I)। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ১৬.২ ওভারে ৩ উইকেটে ১১৮ করে ম্যাচ জিতে নেয় ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেন ভারতীয় মেয়েরা।
দুর্দান্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হরমনপ্রীত। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শেফালি ভার্মাকে (০) হারিয়েছিল ভারত। জেমাইমা রডরিগেজও (১১) রান পাননি। তবে তৃতীয় উইকেটে ৭০ রান যোগ করেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত। স্মৃতি ৩৪ বলে ৩৮ রান করে আউট হলেও, ৩৫ বলে ৫৪ করে নট আউট থাকেন হরমনপ্রীত। যস্তিকা ভাটিয়া ৯ রানে নট আউট থাকেন। ২২ বলে হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত।
এর আগে ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন স্বর্ণা আখতার। এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক ঘটেছে দুই ভারতীয় মিন্নু মানি ও বারেড্ডি অনুশার।
আরও পড়ুন- স্টিমাচের পাশে সুনীল, চান কঠিন প্রতিপক্ষ