এশিয়ান গেমস: ৫ দিনে ভারতের ঝুলিতে ২৫টি পদক, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Must read

এশিয়ান গেমসে (Asian Games- India) ৫ দিনে ভারতের ঝুলিতে ২৫টি পদক। এর মধ্যে ৬টি স্বর্ণপদক জয় দেশের। বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জয় ভারতীয় দলের। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। এরপরই উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন। দুপুরে ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ পান কলকাতার অনুশ আগরওয়াল। এদিন পদক জয়ীদের শুভেচ্ছা জানান বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- নামিবিয়ার চিতার ত্বকে সংক্রমণ! এবার উত্তর আফ্রিকা থেকে আমদানির ভাবনা কেন্দ্রের

এক্সে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,”এশিয়ান গেমসের (Asian Games- India) পঞ্চমতম দিনে ভারতের জয়ের ধারা অব্যাহত। ভারতের ঝুলিতে এখনও পযর্ন্ত মোট পদকের সংখ্যা ২৫। ভারতের জন্য ৬তম স্বর্ণপদক জেতার জন্য সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমাকে অভিনন্দন। ভারতের পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলকে আন্তরিক অভিনন্দন। ” মুখ‍্যমন্ত্রী আরও লেখেন,” অত্যন্ত গর্বিত যে উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন। এছাড়াও ইকুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকের জন্য অনুশ আগরওয়ালাকে সাধুবাদ। দেশের জন্য আরও বেশি করে অর্জন করতে থাকুন।”

Latest article