এশিয়ান গেমসে ৬ দিনে ৩২টি পদক জয় ভারতের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

এশিয়ান গেমসে (Asian Games 2023) ষষ্ঠ দিনেও একাধিক পদক জয় অব্যাহত ভারতের। শুটিংয়ে শুক্রবার সকাল থেকেই সোনা-রুপোর পদক জয় শুরু হয়। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন এশিয়ান গেমসে। অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলে দলগতভাবে রুপোর পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জেতে ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে ব্য ক্তিগত ভাবে সোনা জেতেন পলক গুলিয়া। এদিকে রূপো পেলেন এষা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। এছাড়াও টেনিসে ডবলস ইভেন্টে রৌপ্য পদক পান সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথন। এদিন ভারতের সকল পদক জয়ীদের অভিনন্দন জানান বাংলার মুখ্যিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- টাকা জমা নেওয়ার পরেও বিশেষ ট্রেন দিতে অস্বীকার রেলের, ক্ষুব্ধ অভিষেক

এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের জয় জয়কার। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও পদকের প্রাপ্তি ভারতের। ইতিমধ্যেই ৩২ টি পদক জিতেছে ভারত। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জয় ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন। এদিকে এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আরও একটি সোনা জেতার জন্য পলক গুলিয়ার জন্য অত্যন্ত গর্বিত। একই ইভেন্টে আরেকটি রূপোর পদক জেতার জন্য এষা সিংকে শুভেচ্ছা। শুভেচ্ছা সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথনকে। ভারতীয় টেনিস দল পুরুষদের ডাবলসে রৌপ্য পদক জেতার জন্যে, এছাড়াও ভারতের হয়ে আরেকটি ব্রোঞ্জ পদক জেতার জন্য জোৎস্না চিনপ্পা, আনাহাত সিং, তানভি খান্না, দীপিকা পাল্লিকালকে শুভেচ্ছা।“

Latest article