দুবাই, ৮ সেপ্টেম্বর : এশিয়া কাপের সুপার ফোর থেকেই ছিটকে গিয়েছে ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগে এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় (Indian Cricket Coach Rahul Dravid)।
টিম ইন্ডিয়ার কোচের (Indian Cricket Coach Rahul Dravid) বক্তব্য, ‘‘শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দুটো আমরা শেষ মুহূর্তে হেরেছি। দুটো ম্যাচই আমরা জিততে পারতাম। তবে কোনও অজুহাত দিতে চাই না। কোচ হিসেবে আমি বলব, ছেলেরা নিজেদের সেরাটাই দিয়েছে। তবে এশিয়া কাপ থেকে অনেক কিছু শিখেছি। এই অভিজ্ঞতা পরের টুর্নামেন্টে কাজে লাগবে।’’ দ্রাবিড় আরও বলেন, ‘‘আমি নিজেকে একজন সাপোর্ট স্টাফ মনে করি। আমাদের কাজ ক্রিকেটারদের সাহায্য করা। তবে মাঠে ঢোকার পর সব দায়িত্ব অধিনায়ক ও ক্রিকেটারদের।’’
আরও পড়ুন: কেরল ম্যাচে আজ সমস্যায় মহামেডান
একই সঙ্গে রোহিত শর্মার প্রশংসা করে দ্রাবিড় বলেছেন, ‘‘রোহিত খুব ঠান্ডা মাথার অধিনায়ক। বড় ক্রিকেটার। ওর সঙ্গে কাজ করা খুব উপভোগ করছি।’’ টুর্নামেন্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা ও আবেশ খান। এতে দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলে জানাচ্ছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‘চোট সমস্যার জন্য প্রায় প্রতি ম্যাচেই আমাদের দল বদলাতে হয়েছে। এতে ভারসাম্য নষ্ট হয়েছে এবং খেলায় নেতিবাচক প্রভাব পড়েছে।’’