কেরল ম্যাচে আজ সমস্যায় মহামেডান

Must read

প্রতিবেদন : মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। এই অবস্থায় ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রতিনিধি ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাদা-কালোর প্রতিপক্ষ আইএসএলের দল কেরালা ব্লাস্টার্স। তবে কেরল বিদেশিহীন দ্বিতীয় সারির দল নিয়ে ডুরান্ড খেলছে। তাই দুরন্ত ছন্দে থাকা মহামেডানই ফেভারিট। তবে এই ম্যাচে নামার আগে চোট আঘাত এবং কার্ড সমস্যায় জর্জরিত কলকাতার অন্যতম প্রধান। ফজলুর রহমান, অভিষেক হালদার-সহ ছয় ফুটবলারকে পাবে না তারা। তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মহামেডান (Mohammedan SC) কোচ আন্দ্রে চেরনিশভ। দিনতিনেক আগেই নাইজেরিয়ান স্ট্রাইকার আবিওলা দাউদা শহরে এসে অনুশীলন শুরু করেছেন। তাঁকে কেরল ম্যাচে পরিবর্ত হিসেবে নামানো হতে পারে। মার্কাস যোশেফদের রাশিয়ান কোচ বলেছেন, ‘‘আমার দলে যোগ্য পরিবর্ত রয়েছে। ম্যাচ জিততে আশা করি সমস্যা হবে না। সমর্থকরা মাঠে আসবেন। গ্যালারিতে ওদের উপস্থিতি, সমর্থন আমাদের ভাল খেলতে উদ্বুদ্ধ করবে।’’

আরও পড়ুন: রোডম্যাপ, যুব ফুটবলে জোর কল্যাণের

Latest article