দেশে নিষিদ্ধ ৩২০ মোবাইল অ্যাপ

Must read

প্রতিবেদন : দেশের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে সংকটে পড়তে পারে দেশের নিরাপত্তা ব্যবস্থা। তাই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এখনও পর্যন্ত ৩২০টি মোবাইল (320 Mobile App) অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী সোম প্রকাশ। কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় বলেন, এখনও পর্যন্ত তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় সরকার ৩২০টি মোবাইল অ্যাপ (320 Mobile App) নিষিদ্ধ করেছে। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতেই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী দাবি করেন, নিষিদ্ধ হওয়া এই সমস্ত অ্যাপগুলির বেশ কয়েকটি রীতিমতো ভারতবিরোধী প্রচারকে উসকানি দিত। দেশের অভ্যন্তরীণ ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করত। এমনকী, দেশের নিরাপত্তা সংক্রান্ত অনেক গোপন তথ্য পাচার করতে পারে বলেও আশঙ্কা ছিল। আগেই নিষিদ্ধ করা হয়েছিল এমন ৪৯টি অ্যাপ নিজেদের নাম বদল করে বাজারে ফিরে এসেছিল। কিন্তু সরকারের কড়া পর্যবেক্ষণের ফলে ওই অ্যাপগুলিকে চিহ্নিত করে আবারও নিষিদ্ধ করা হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এক সতর্কবার্তায় দেশের সুরক্ষার প্রশ্নে এগুলিকে বিপজ্জনক চিহ্নিত করেছিল।

আরও পড়ুন: মরিয়া ইমরান

Latest article