আবার এক ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হল আমেরিকায় (America)। অভিযোগ উঠেছে, মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। ওয়াশিংটনে একটি রেস্তরাঁয় বচসা শুরু হয়। সেই সময়েই তাঁর মাথায় আঘাত করা হয়। এই ঘটনাটির পরেই যুবকের মৃত্যু হয়। এই নিয়ে এই বছরে ছ’জন ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হল আমেরিকায়। জানা যাচ্ছ, মৃতের নাম বিবেক চান্দের তানেজা (৪১)। ভার্জিনিয়াতে একটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। ২ ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটনের একটি রেস্তরাঁয় তিনি যান। রাত ২টো নাগাদ এক জনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বলা হচ্ছে, ঝামেলা, কথা কাটাকাটি চলার সময়ে তাঁর মাথায় আঘাত করা হয়।
রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে এবং ওই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে, ৭ ফেব্রুয়ারি সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। এখনো কেউ গ্রেফতার হয় নি। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে অভিযুক্তকে যদিও দেখা গিয়েছে। খুঁজে পেলে ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
কিন্তু গত দেড় মাসে এই নিয়ে ছ’জন ভারতীয় বংশোদ্ভূতের অস্বাভাবিক মৃত্যু হল আমেরিকায়। খুন বা হেনস্থার অভিযোগ রয়েছে সব ঘটনাতেই। জর্জিয়ায় একটি কনভেনিয়েন্স স্টোরে কাজ করতেন বিবেক সাইনি। গত ১৬ জানুয়ারি বিবেককে মাথায় হাতুড়ির বাড়ি মেরে খুন করা হয়। ইন্ডিয়ানায় ভারতীয় ছাত্র নীল আচার্যের দেহ উদ্ধার হয় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পরে। ফেব্রুয়ারির শুরুতে ওহায়োতে ১৯ বছর বয়সি ভারতীয় ছাত্র শ্রেয়স রেড্ডি বেনিগেরির দেহ উদ্ধার হয়েছে। ইন্ডিয়ানা প্রদেশের পাহ্জু ইউনিভার্সিটিতে গবেষণার কাজে যুক্ত সমীর কামাথ এর দেহ উদ্ধার করা হয় একটি পার্ক থেকে।