প্রতিবেদন : দেশের বিভিন্ন ই-কমার্স সংস্থার সঙ্গে পাল্লা দিতে এবার রীতিমতো কোমর বেঁধে প্রতিযোগিতায় নামছে ভারতীয় রেল। অর্থাৎ কেউ যদি কোনও জিনিস অন্য কোনও রাজ্যে পাঠাতে চায় বা ভিন রাজ্য থেকে কোনও পণ্য আনতে চায় তবে সংশ্লিষ্ট ব্যক্তির পাশেই থাকবে রেল। অল্প কিছুদিনের মধ্যেই পণ্যের হোম ডেলিভারি চালু করতে চলেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই পরীক্ষামূলক কাজও শুরু হয়েছে।
আরও পড়ুন-যে কোনও দিন হামলা রাশিয়ার?
এদিন রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্য ডেলিভারির জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। সেখান থেকেই পণ্য আদানপ্রদানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি রেলের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে কোন পণ্য পরিবহণের জন্য কী পরিমাণ চার্জ লাগবে। কত সময় লাগবে। এমনকী, পণ্যটি এই মুহূর্তে কোথায় আছে তাও জানিয়ে দেবে রেলের ওয়েবসাইট।
আরও পড়ুন-শহিদ দুই জওয়ান
রেল বোর্ড সূত্রে খবর, ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতীয় ডাক বিভাগের সঙ্গে কথা বলেছে রেল। ডাক বিভাগের নেটওয়ার্ক ব্যবহার করেই পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রেল। রাজ্যের যে কোনও প্রান্তে বাড়িতে পণ্য পৌঁছে দিতে নেটওয়ার্ক তৈরি করার জন্য ইতিমধ্যেই প্রত্যেক জোনকে নির্দেশ পাঠিয়েছে রেল বোর্ড। ডাক বিভাগের পাশাপাশি ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশনের সঙ্গেও কথা বলেছে রেল। সবকিছু যদি ঠিকমতো চলে তাহলে চলতি বছরের জুন-জুলাই মাস থেকেই রেল বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে।