হঠাৎ করেই এভাবে আমেরিকায় (America) পর পর ভারতীয় ছাত্রদের মৃত্যুতে রহস্য ঘনীভূত হচ্ছে। এক সপ্তাহের মধ্যে ভারতীয় ছাত্রের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা ছিল। হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ আবদুল আরাফাত গত বছরের মে মাসে ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আইটি বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করার জন্য আমেরিকায় এসেছিলেন। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর আমেরিকান শহর ক্লিভল্যান্ডে মৃত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-বিজেপি ডাহা ফেল, ‘চার্জশিট’ অসম তৃণমূলের
হায়দরাবাদের নাচারামের বাসিন্দা মোহাম্মদ আবদুল আরাফাত এই বছরের ৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান। আবদুলের বাবা মোহাম্মদ সেলিম বিষয়ে জানিয়েছেন, ছেলের নিখোঁজ হওয়ার দশ দিন পর একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন পেয়েছিলেন, যিনি বলেন আরাফাতকে অপহরণ করা হয়েছে এবং বাঁচাতে গেলে ডলার ১২০০ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা (৯৯৮১০.৫৪ টাকা) মুক্তিপণ লাগবে। টাকা না দিলে আবদুলের কিডনি বের করে নেওয়া হবে বলেও জানানো হয়।
আরও পড়ুন-তৃণমূলের কড়া চিঠি রাজ্যপালকে — এনআইএ-র কর্তাকে তলব
২১ মার্চ, নিউইয়র্কে ভারতীয় দূতাবাস (কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, নিউইয়র্ক) এই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে ভারতীয় দূতাবাস মোহাম্মদ আবদুল আরাফাতের পরিবার এবং আমেরিকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।