বিজেপি ডাহা ফেল, ‘চার্জশিট’ অসম তৃণমূলের

Must read

প্রতিবেদন : মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি। ‘চার্জশিট’ পেশ করে বুঝিয়ে দিল অসম তৃণমূল (Assam TMC)। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বঞ্চনার সাতকাহন তুলে ধরল তৃণমূল। সেখানে যেমন গুরুত্ব পেল বরাক বঞ্চনার কথা, তেমনই বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির পর্দা ফাঁস করল তারা। বিজেপি আমলের সুসংগঠিত দুর্নীতি ও মূল্যবৃদ্ধির কথাও রয়েছে এই চার্জশিটে।
মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে চার্জশিট পেশ করে তৃণমূল (Assam TMC)। এই অনুষ্ঠানে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা, শিলচরের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস প্রমুখ। এই অনুষ্ঠানে শপথ নেওয়া হয়, আমাদের অধিকার, আমাদের স্বাভিমান, ২৬শে আমরা করব প্রমাণ। এইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর নির্বাচন কেন্দ্র থেকে রাধেশ্বাম বিশ্বাসকে জয়যুক্ত করার দাবি জানানো হয়। তৃণমূল চার্জিশিটে ডিলিমিটেশন প্রক্রিয়া থেকে শুরু করে সিএএ-এনআরসিতে ডিটেনশন ক্যাম্পে মানুষের হয়রানির কথা তুলে ধরা হয়। তারপর তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে সংরক্ষণের মিথ্যা প্রতিশ্রুতি, যুবকদের বঞ্চনা, চা শিল্প-সহ অন্যান্য শিল্পে উদাসীনতা, বাগান শ্রমিকদের মজুরি ৩৫০ টাকা বাড়ানো, স্কুল-কলেজ স্থাপনের মিথ্যে প্রতিশ্রুতি কথা রয়েছে এই চার্জশিটে। বিজেপি বরাকের গ্রামীণ ও কৃষি অর্থনীতিকে ধ্বংস করে কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি ঘটানোর চেষ্টা করেছে। পদে পদে প্রমাণিত হয়ে মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি। তৃণমূলের দাবি, বিজেপি সরকার কি কৃষকদের এই বেহাল দশার দায় নেবে? তারপর বিজেপির আমলে সুসংগঠিত দুর্নীতি হয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদাবাজি করেছে বিজেপি। কালো টাকা ফিরিয়ে আনা, দুর্নীতি বন্ধ করার গ্যারান্টি ব্যর্থ। নোটবন্দির পর ৯৮ শতাংশ নোটই ফিরে এসেছে। গত দশ বছরে এলপিজির দাম ১৫৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিজেপির আমলে ওষুধের দাম ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশে মাথাপিছু আয়ের ভিত্তিতে ভারত ১৪৩তম স্থানে কেন, সেই প্রশ্ন তোলা হয়েছে চার্জশিটে।

আরও পড়ুন- তৃণমূলের কড়া চিঠি রাজ্যপালকে — এনআইএ-র কর্তাকে তলব

Latest article