প্রতিবেদন : বিদেশের মাটিতে ফের বর্ণবৈষম্যের শিকার হলেন এক ভারতীয় তরুণ। ওই ভারতীয় যুবক পোল্যান্ডে (Poland) বেড়াতে আসা এক আমেরিকান পর্যটকের কাছে হেনস্তার শিকার হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে একজন ভারতীয়কে বিভিন্নভাবে কটূক্তি করছেন সেখানে বেড়াতে আসা আমেরিকার এক বাসিন্দা। ওই ভারতীয়ের অনুমতি না নিয়ে ভিডিও করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়। বিভিন্ন বর্ণবৈষম্যমূলক মন্তব্যও করা হয় তাঁকে লক্ষ্য করে। আমেরিকার ওই পর্যটক ভারতীয় যুবককে পরজীবী এবং গণহত্যাকারী বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন: যাবেন মৌসম
ওই মার্কিন পর্যটক ভারতীয় তরুণকে বলেন, তুমি পোল্যান্ডে (Poland) কী করছ? তোমরা কি পোল্যান্ড আক্রমণ করতে এসেছ? তোমাদের নিজের দেশ আছে, সেখানে ফিরে যাচ্ছ না কেন? তোমরা পরজীবী। আমাদের দেশে তোমরা গণহত্যা করেছ। তোমরা হামলাকারী। বাড়ি যাও। আমরা তোমাদের ইউরোপে দেখতে চাই না। তিনি কেন শ্বেতাঙ্গদের দেশে এসেছেন তার সুস্পষ্ট উত্তর দিতে হবে বলে দাবি করেন।
উল্লেখ্য, দিনতিনেক আগে আমেরিকার টেক্সাসের রাস্তায় একইরকম ভাবে বর্ণবৈষম্যের শিকার হন কয়েকজন ভারতীয় মহিলা। এমনকী, হেনস্তাকারী ওই মেক্সিকান মহিলা প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকিও দেন তাঁদের। অভিযুক্ত মহিলা এক ভারতীয় মহিলার মুখে ঘুসি মেরে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।