যাবেন মৌসম

Must read

প্রতিবেদন : অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ভুয়ো খবর ঠেকানো যায় তা নিয়ে আলোচনাসভায় যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর আমেরিকা যাবে ভারতের সাত সাংসদের প্রতিনিধি দল। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট এবং মার্কিন শিক্ষা দফতরের সহযোগিতায় এই আলোচনাসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন মৌসম বেনজির নুর (Mausam Benazir Noor)। কীভাবে আগামী দিনে সরকারকে আরও শক্তিশালী করা যায় এবং ভুয়ো খবর ঠেকানো যায় তা নিয়ে দশদিনের আলোচনাচক্র। ওয়াশিংটন ডিসি এবং সিলিকন ভ্যালি দুই জায়গায় এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন মার্কিন সেনেটর এবং সরকারি আধিকারিকরাও। তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুর (Mausam Benazir Noor) জানালেন, যেভাবে গত এক বছর ধরে পেগাসাস ইস্যু নিয়ে তোলপাড় হয়েছে দেশের রাজনীতি, সেখানে এইরকম একটি প্ল্যাটফর্মে পেগাসাস-এর মতো ইস্যুকে অবশ্যই আলোচনার জন্য তোলা দরকার। আমি দলনেত্রীর প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই আলোচনাসভায় যোগ দেওয়ার জন্যে মনোনীত করেছেন।

আরও পড়ুন: ভবিষ্যতে শিক্ষকের ব্যাটন গুগল গুরুর হাতে

Latest article