যৌন হেনস্থার প্রতিবাদে যন্তর মন্তরে রাত কাটালেন ভারতীয় কুস্তিগীররা

WFI প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্মঘট অব্যাহত রয়েছে।

Must read

WFI প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্মঘট অব্যাহত রয়েছে। ৭ জন মহিলা কুস্তিগীর সংসদ স্ট্রিট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীররা এই বিষয়ে বলছেন, ‘তিন মাস পেরিয়ে গেলেও তারা ন্যায়বিচার পাননি। এ কারণে আমরা আবারও প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি।’ কুস্তিগীর ভিনেশ ফোগাট পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান যে পুলিশ খাবার এবং জল ভিতরে আনতে দিচ্ছে না। বাইরে দাঁড়িয়ে থাকা কুস্তিগীরদের ভিতরে ঢুকতে দিচ্ছে না।

আরও পড়ুন-‘মানুষ নিজেদের প্রার্থী নিজেরাই বেছে দিতে পারবেন’ নির্বাচনের আগেই পথ দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিনেশ এর মধ্যেই জানিয়েছেন, তাঁর শরীর খারাপ। কুস্তিগীর সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাট এই বিষয়ে বলেছেন যে ‘তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে কি না তা আমরা জানি না, তদন্ত রিপোর্ট প্রকাশ করা উচিত।’

Latest article