বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠাল দেশের বায়ুসেনা

Must read

প্রতিবেদন : বিপন্ন গাজায় (Gaza) এই প্রথম ত্রাণসামগ্রী পাঠাল ভারত। গত ৭ অক্টোবর হামাসের রক্তক্ষয়ী হামলার পরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে। গাজার অসংখ্য সাধারণ মানুষ নিহত অথবা ঘরছাড়া। যুদ্ধের জেরে গাজার অসহায় মানুষগুলির সাহায্যার্থে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। রবিবার মিশরের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান। নেওয়া হয়েছে ওষুধ থেকে শুরু করে জীবনযাত্রার জন্য অতি প্রয়োজনীয় সামগ্রী। এগুলি তুলে দেওয়া হবে দুর্গত মানুষের হাতে। ভারত সরকারের তরফে গাজায় প্রাণ পাঠানোর সিদ্ধান্তের কথা রবিবার ট্যুইট করে জানিয়েছে বিদেশ মন্ত্রক। চলতি সপ্তাহের শুরুতেই প্যালেস্টাইনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্যালেস্টাইনকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-মহাষ্টমীর সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার ভারত থেকে প্যালেস্টাইনের উদ্দেশে রওনা দিয়েছে বায়ুসেনার সি-১৭ বিমান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ট্যুইট করে জানান, প্যালেস্টাইনের মানুষের জন্য ৬.৫ টন ওষুধ-সহ মোট ৩২ টন ওজনের ত্রাণ পাঠানো হচ্ছে। তার মধ্যে রয়েছে স্লিপিং ব্যাগ, চিকিৎসার সামগ্রী, জল পরিশোধনের ট্যাবলেট। এদিনই মিশরের এল-আরিশ বিমানবন্দরে পৌঁছে যায় ভারতের ত্রাণসামগ্রী ভরা বিমান। এদিকে মিশরের পক্ষ থেকে প্যালেস্টাইনকে সতর্ক করে বলা হয়েছে, গাজা (Gaza) ভূখণ্ডের শিশু-মহিলা ও দুর্গতদের জন্য পাঠানো ত্রাণসামগ্রী যদি হামাস জঙ্গিগোষ্ঠী হাতিয়ে নেয়, তাহলে গাজায় ত্রাণ ও মানবিক সাহায্য পাঠানো বন্ধ করে দেওয়া হবে।

Latest article