প্রতিবেদন : প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় মোতায়েন সেনাদের প্রতি এক সতর্কবার্তায় গোয়েন্দা বাহিনী জানিয়েছে, তাঁরা যেন চিনের তৈরি মোবাইল এবং অ্যাপ (Chinese Mobile and Apps) ব্যবহার না করেন। সম্প্রতি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ একটি নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় সেনাকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও চিনা মোবাইল ও অ্যাপ (Chinese Mobile and Apps) ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সতর্ক করার জন্য সেনাকর্তাদের অনুরোধ করা হয়েছে। তবে ওই নির্দেশে শুধু চিন নয়, ভারত বিরোধী দেশগুলির স্মার্টফোন নিয়েও একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, একাধিকবার চিনা মোবাইল ও অ্যাপে ম্যালঅয়্যার ও স্পাইঅয়্যারের হদিশ মিলেছে। সে কারণেই এই সতর্কবার্তা। ওই সমস্ত ম্যালঅয়্যার ও স্পাইঅয়্যার ব্যবহার করে চিন দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে বলে আশঙ্কা।