পিসিবিকে পাল্টা জবাব ভারতের

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। বরং টুর্নামেন্ট হবে কোনও নিরপেক্ষ দেশে।

Must read

নয়াদিল্লি, ২০ অক্টোবর : আগামী বছর ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপে না খেলার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২৪ ঘণ্টার মধ্যেই তার কড়া জবাব দিল ভারতীয় ক্রীড়ামন্ত্রক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘‘ভারত কারও চাপের সামনে নতিস্বীকার করবে না। বিশ্বকাপের বিষয়টি পুরোপুরি বিসিসিআইয়ের এক্তিয়ারে রয়েছে। আগামী বছর ভারতে একদিনের বিশ্বকাপে বিশ্বের সব বড় দেশ অংশ নেবে। কারণ খেলার জগতে ভারতের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। আগামী বছরের একদিনের বিশ্বকাপ ঐতিহাসিক হতে চলেছে।’’

আরও পড়ুন-৮০ শতাংশ প্রাণঘাতী ক্ষমতা! করোনার নয়া স্ট্রেন আবিষ্কার বস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের

প্রসঙ্গত, বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। বরং টুর্নামেন্ট হবে কোনও নিরপেক্ষ দেশে। এর পরেই বুধবার পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃবিতে জানানো হয়, তেমনটা হলে আগামী বছর ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে পাকিস্তান।

আরও পড়ুন-অ্যাম্বুলেন্স অমিল, একরত্তির মৃতদেহ কাঁধে নিয়ে ভিড় বাসে

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এদিন আরও বলেছেন, ‘‘পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রসঙ্গ কোনও ক্রিকেটীয় কারণে ওঠেনি। ওখানকার নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রক।’’ পরে বোর্ডের নতুন প্রেসিডেন্ট রজার বিনিও জানিয়ে দেন, ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না সে বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। শেষ কথা বলবে সরকার।

Latest article