বাসেটেরে, ২ অগাস্ট : ওবেদ ম্যাককয়ের বোলিং বিক্রমে সোমবার সেন্ট কিটসে দ্বিতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই আত্মবিশ্বাস নিয়েই চব্বিশ ঘণ্টার মধ্যে সিরিজের তৃতীয় টি-২০ খেলতে নামে নিকোলাস পুরানের দল। কাইল মেয়ার্সের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলেছে। গরমে অসুস্থ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (১১ অবসৃত)। ওপেন করতে নেমে সূর্যকুমার যাদব (৬৬ অপরাজিত) ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন। ক্রিজে তাঁর সঙ্গী শ্রেয়স আইয়ার (২৪ অপরাজিত)।
আরও পড়ুন-চিঁড়ে মুড়ি বাতাসা মোদি-শাহ তামাশা, মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ ডেরেকের
ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজকে। আগের ম্যাচের দল থেকে একটিই বদল হয়। রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়ে খেলানো হয় ফর্মে থাকা ব্যাটার দীপক হুডাকে। এদিন ষষ্ঠ বোলারের দায়িত্বও পালন করেন তিনি। হুডাকে দিয়ে বোলিং ওপেন করান রোহিত। প্রথম স্পেলে শুরুর ওভারটাই করেন হুডা। এর পর ভুবনেশ্বর কুমার এবং আবেশ খানকে আক্রমণে আনা হলেও ভারতকে ব্রেক থ্রু দেন হার্দিক পান্ডিয়া। অষ্টম ওভারে তিনি ফিরিয়ে দেন ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংকে (২০)। এর পর দ্বিতীয় উইকেট জুটিতে মেয়ার্স এবং অধিনায়ক নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের রানের গতি সচল রাখেন। দু’জনে অর্ধশতরানের জুটি গড়েন। মেয়ার্স এবং পুরানকে আউট করে ক্যারিবিয়ান ইনিংসে ধাক্কা দেন ভুবি। মেয়ার্স ৫০ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। পুরানের অবদান ২২। শেষে রোভমান পাওয়েল (১৪ বলে ২৩) এবং সিমরন হেটমেয়ারের (১২ বলে ২০) সৌজন্যে লড়াই করার মতো স্কোর করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন-অমানবিক চিত্র
ভারতের পক্ষে সফল বোলার ভুবি। তিনি ২ উইকেট নেন। ভাল বোলিং করেন হার্দিকও। সব থেকে কম রান দেন ভারতীয় অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে একটি উইকেট দখল করেন হার্দিক। ডেথ ওভারে এদিনও কার্যকরী বোলিং করেন অর্শদীপ সিং। তরুণ বাঁ-হাতি পেসারের ঝুলিতে একটি উইকেট। তাঁর টি-২০ বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা ক্রমশঃ বাড়ছে। চলতি সিরিজের বাকি দু’টি ম্যাচ এবং এশিয়া কাপে অর্শদীপের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের।