অমানবিক চিত্র

ফের একবার বিজেপির সুশাসন ও উন্নয়নের নমুনা মিলল মধ্যপ্রদেশে।

Must read

ফের একবার বিজেপির সুশাসন ও উন্নয়নের নমুনা মিলল মধ্যপ্রদেশে। এক দরিদ্র পরিবারকে শববাহী গাড়ি দিয়ে সাহায্য করল না হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মায়ের মৃতদেহ বাইকে বেঁধে বাড়িতে নিয়ে গেল তাঁর দুই সন্তান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই দৃশ্য দেখে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন-নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব তাঁর ভাই প্রহ্লাদ

নেটিজেনদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে সরকারি হাসপাতালের দশা কেমন, সেটা এই ঘটনায় স্পষ্ট। কয়েকদিন আগে আনাপ্পুর জেলার গোদারু গ্রামের দুই যুবক শাহডল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মা জৈমন্ত্রী যাদবকে ভর্তি করেন। ওই দুই যুবকের দাবি, হাসপাতালে কার্যত বিনাচিকিৎসায় তাঁদের মায়ের মৃত্যু হয়েছে। এর পর মায়ের দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্যও হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম সাহযোগিতা করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য যথারীতি গাফিলতির কথা অস্বীকার করেছে।

Latest article