নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব তাঁর ভাই প্রহ্লাদ

মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন খোদ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি।

Must read

নয়াদিল্লি : মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন খোদ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। রেশন ডিলারদের করোনাযোদ্ধা ঘোষণার দাবি জানানোর পাশাপাশি তিনি বলেন, রেশন ডিলারদের যে কমিশন দেওয়া হচ্ছে তা অপর্যাপ্ত। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সদর্থক কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন-জলের বদলে বিষপান!, কেন্দ্রের তথ্যেই উঠে এল ভয়াবহ চিত্র

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদেই মোদি সরকারের বিরুদ্ধে যন্তরমন্তরে আন্দোলনে নেমেছেন তাঁরা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সহ-সভাপতি প্রহ্লাদ মোদি এদিন পশ্চিমবঙ্গের রেশন মডেল সারা দেশে তুলে ধরার কথা বলেন। তিনি আরও দাবি জানান, করোনার সময় যেখানে পরিবারের সদস্যরাও একে অপরের থেকে দূরে থাকতেন সেই সময়েও মানুষকে রেশন দেওয়ার ক্ষেত্রে রেশন ডিলারদেরই সবচেয়ে বেশি অবদান ছিল। রেশন ডিলাররা পিপিই কিট ছাড়াই মানুষের কাছে রেশন পৌঁছে দিয়েছেন, তাই রেশন ডিলারকে করোনাযোদ্ধা ঘোষণা করা উচিত। সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও।

Latest article