গত কয়েকদিন ধরে পাকিস্তানে (Pakistan) ফের তীব্র রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। মুদ্রাস্ফীতির জেরে বেড়েছে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় দেশের সমস্যাগুলির সমাধান করার পরিবর্তে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী বললেন, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার দায়িত্ব ভারতের (India)। একতরফাভাবে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে। তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসা দরকার। দেশের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা বা সমস্যাজর্জরিত দেশবাসীকে কীভাবে একটু শান্তি দেওয়া যায়, সে কথা না বলে শাহবাজ যেভাবে (India- Kashmir) কাশ্মীর প্রসঙ্গ টেনে এনেছেন তাতে রাজনৈতিক মহল মনে করছে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই কথা বলেছেন শাহবাজ। একই সঙ্গে দেশের পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য পূর্বতন ইমরান খান সরকারকেই দায়ী করেছেন শাহবাজ।
আরও পড়ুন: কয়লা সঙ্কট বাড়ার আশঙ্কা, মূল্যবৃদ্ধি ও আমদানি সমস্যার কথা উঠল বৈঠকে