আমস্টারডাম, ৫ জুলাই : ইংল্যান্ডের পর চিন। মেয়েদের হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ড্র করল ভারত। ললিপপ প্রথম ম্যাচের মতো চিনের সঙ্গেও খেলা ১-১ গোলে অমীমাংসিত। তবে এদিন প্রথম ম্যাচের থেকে ভাল খেলেন সবিতা পুনিয়ারা। বল দখলের লড়াইয়ে কার্যত সমান জায়গায় ছিল ভারত-চিন দু’দলই। শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক হকি খেলে। প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। বিরতির মিনিট চারেক আগে গোল করে এগিয়ে যায় চিন। প্রতি আক্রমণে গোল করে বাজিমাত করেন চিনা মেয়েরা। ফিল্ড গোলে দলকে এগিয়ে দেন ঝেং জিয়ালি। চিন এগিয়ে যাওয়ার আগেই পেনাল্টি কর্নার থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় মেয়েরা।
আরও পড়ুন-বাংলার গাড়ি সিকিমে
ইংল্যান্ড ম্যাচের মতো এদিনও একাধিক পেনাল্টি কর্নার পেয়ে তা থেকে গোল করতে পারেনি ভারত। এদিন পাঁচটি পেনাল্টি কর্নারের মধ্যে মাত্র একটি থেকে গোল করতে সক্ষম হন ভারতীয় মেয়েরা। তৃতীয় কোয়ার্টার শেষের ৩৯ সেকেন্ড আগে খেলায় সমতা ফেরায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল হয়। গুরজিত কৌরের জোরালো শট বন্দনা কাটারিয়ার স্টিকে লেগে দিক পরিবর্তন করে গোল হয়। আগের ম্যাচেও গোল করেছিলেন বন্দনা।
আরও পড়ুন-অভাবনীয় সাফল্য
এই ম্যাচের পর পুল ‘বি’-তে পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে রয়েছে ভারত ও চিন। ম্যাচ শেষে ভারতের গোলদাতা বন্দনা বলেছেন, ‘‘প্রথম ম্যাচের থেকে এই ম্যাচে আমরা ভাল খেলেছি। আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল।” বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…