সংবাদদাতা, পুরুলিয়া : ‘দলের মধ্যে কোনও বিশৃঙ্খলা বা দলবিরোধী মন্তব্য বরদাস্ত নয়।’ পুরুলিয়া পুরসভার তিন দলীয় কাউন্সিলরকে কারণ দর্শানোর চিঠি দিয়ে সেই বার্তাই দিল জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার রাতে এই চিঠি দেওয়া হয়। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পুরসভার তিনজন পারিষদ মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছিলেন ওই তিন কাউন্সিলর। তাই তাঁদের শোকজ করা হয়েছে।
আরও পড়ুন-খনিগর্ভে বিস্ফোরণের জেরে ধস, আতঙ্কে লাউদোহা
যে তিনজনকে শোকজ করা হয়েছে, তাঁরা হলেন পুরসভার উপপ্রধান ময়ূরী নন্দী, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিভাসরঞ্জন দাস এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিশঙ্কর দাস। তিনজনই শোকজ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। দলের একটি সুত্র থেকে জানা গিয়েছে, অগাস্ট মাসের প্রথম সপ্তাহে পুরসভার তিনজন পারিষদের নাম চূড়ান্ত করে দল। এরপর থেকেই ওই তিন কাউন্সিলর এমন কিছু মন্তব্য করেছেন, যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। তাই তাঁদের শোকজ করা হয়েছে। দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, শৃঙ্খলা সকলকেই মেনে চলতে হবে। কারও কোন ক্ষোভ বা বক্তব্য থাকলে তা দলের ভেতরে আলোচনা করতে হবে। বাইরে নয়। এটা সকলকে মেনে চলতে হবে।

