Ramiz Raja : ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের পক্ষে সওয়াল রামিজ রাজার

Must read

করাচি, ১৯ নভেম্বর : দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের জেরে দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়। তবে ত্রিদেশীয় সিরিজে ভারত-পাকিস্তান দ্বৈরথের আশায় পাক

প্রাক্তন পাক তারকা ক্রিকেটার মানছেন, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়। তবে রামিজ বলেছেন, “দ্বিপাক্ষিক সিরিজ না হোক, তৃতীয় কোনও দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হতেই পারে। সেখানে তো ভারত-পাকিস্তান ম্যাচ আটকানো যাবে না!” কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলে দিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের খেলা অনিশ্চিত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ভারতের খেলার ব্যাপারে আশাবাদী। রামিজের আশাবাদী হওয়ার পিছনে বড় ভরসা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রামিজের মতে, ক্রিকেট প্রশাসনে প্রাক্তন ক্রিকেটাররা থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়।

আরও পড়ুন : Tim Pyne: বিতর্কে নেতৃত্ব ছাড়লেন পেইন

রামিজ বলেছেন, “আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সহজ ব্যাপার নয়। বিভিন্ন দেশের বোর্ডের মধ্যে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। আমার মনে হয় ভারত নাম তুলে নেবে না।”

এরপর রমিজের সংযোজন, “সৌরভের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। আমাদের মধ্যে খুব ভাল যোগাযোগ আছে। আমাদের মধ্যে অনেক কথা হয়। যখন দু’জন ক্রিকেটার প্রশাসনে থাকে, তখন বিষয়টি ক্রিকেটের পরিপ্রেক্ষিতে দেখা হয়। গোটা ব্যাপারটা তখন অনেক সহজ হয়ে যায়।”

Latest article