ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ স্বর্ণখনিতে ভয়াবহ দুর্ঘটনা। ধসে পড়ল খনি। প্রাণ হারালেন ১২ মহিলা। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে পালান আরও দুই মহিলা। তাঁরাই গ্রামে গিয়ে খবর দিলে আসে উদ্ধারকারী দল। এখনও উদ্ধারকাজ চলছে। কয়েকটি দেহের সন্ধান পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-বিজেপি জমানায় রাজ্যজুড়ে সন্ত্রাস! ভরা সভায় ছাত্রীর অভিযোগ মেনে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর উত্তর সুমাত্রার মান্দাইলিং নাতাল জেলার পাহাড়ি এলাকায় দুই মিটার গভীর একটি পরিত্যক্ত খনিতে সোনার খোঁজে নেমেছিলেন ১৪ জন মহিলা। আচমকাই পাহাড়ে ধস নামে। মাটির নিচে চাপা পড়ে তলিয়ে যান ১২ জন। খনিজসম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় এমন বেআইনি খনির ছড়াছড়ি। পরিত্যক্ত সোনার খাদানগুলি কব্জা করেছে মাফিয়ারা। তারাই স্থানীয় মহিলাদের খনির কাজে লাগায়৷