বিজেপি জমানায় রাজ্যজুড়ে সন্ত্রাস! ভরা সভায় ছাত্রীর অভিযোগ মেনে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

শুক্রবার আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷

Must read

প্রতিবেদন : হাটে হাঁড়ি ভেঙে দিলেন রাজ্যেরই এক ছাত্রী৷ তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা ত্রিপুরায় (Tripura) লাগাতার সন্ত্রাস ও গণতন্ত্র হত্যার যে অভিযোগ নিত্য তুলে থাকেন, এবার তাই শোনা গেল রাজ্যের এক সাধারণ পড়ুয়ার মুখে৷ বিজেপি জমানায় কীভাবে দুর্বৃত্তরাজ চলছে, মহিলাদের উপর হেনস্তার ঘটনা ঘটছে তার জ্বলন্ত উদাহরণ পেশ করলেন বিদিশা নামে ওই ছাত্রী৷ ভরা সভাকক্ষে এক কলেজ ছাত্রীর অভিযোগ শুনে রীতিমতো অপ্রস্তুত হয়ে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

আরও পড়ুন-দেব ও জিৎ-এর টলি-টক্কর

উল্লেখযোগ্য বিষয় হল, বিদিশা যখন বলছিলেন নির্বাচনের পরে কীভাবে ত্রিপুরায় বিজেপির নেতৃত্বে সন্ত্রাস চলেছে এবং মহিলারাও নিগৃহীতা হয়েছেন তখন গোটা সভাকক্ষে তুমুল করতালি৷ নবীন ছাত্র প্রজন্মের প্রবল ক্ষোভ টের পেয়ে বেগতিক বুঝে মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করেন, তাঁর জমানায় রাজ্যে সন্ত্রাস ও রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটছে৷ শুক্রবার আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ সেখানেই ইন্দ্রনগরের ছাত্রী বিদিশার তোপের মুখে পড়ে ল্যাজেগোবরে হলেন বিজেপি নেতা বিপ্লব৷

Latest article