সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উত্তর দিনাজপুরের ইসলামপুরেও একটি শিল্পতালুক গড়ে তোলার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। এরই অঙ্গ হিসেবে রবিবার দীর্ঘদিন থেকে পড়ে থাকা ইলুয়াবাড়িতে ১৮ একর জমি ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পরিদর্শন করলেন ডব্লুবিএসআই-ডিসিএল-এর ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন। এই শিল্পতালুকে ৬৫টি প্লট করা হয়েছে। ৮-১০টি প্লট ইতিমধ্যেই অ্যালটমেন্ট হয়ে গেছে।
আরও পড়ুন-তিতাসরা ফিরলেই সংবর্ধনা, ৫ লাখ রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাকিগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের কিছু সমস্যায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। এই বিষয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। ইতিমধ্যেই মহকুমা শাসকের সঙ্গেও কথা হয়েছে। জেলাশাসকের সঙ্গেও কথা বলে খুব তাড়াতাড়ি সমস্যা মিটিয়ে এই পার্কে অ্যালটমেন্ট প্রক্রিয়া শেষ করা হবে। এরপরই এখানে ইউনিটের কাজ শুরু হবে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের। পার্কের সীমানাপ্রাচীর নির্মিত হয়েছে।