স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা গুয়াবাড়িতে

এতদিন খুব সমস্যা হত, বিশেষত বর্ষায়। গত বছর পিচরাস্তা করার পরিকল্পনা নিই। যাতে জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়কে এলাকার মানুষ সহজে আসতে পারে।

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: স্বাধীনতার পর প্রথম পিচের প্রলেপ দেওয়া রাস্তা তৈরি হল জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়িতে। প্রায় এক কিমি পিচের রাস্তা পেয়ে খুশির আমেজ গোটা এলাকায়। বর্ষায় রাস্তা-দুঃস্বপনের অবসান হল। সম্প্রতি, কালিয়াগঞ্জ গুয়াবাড়ির ধনাইমালির প্রায় এক কিমি কাঁচা রাস্তা পিচের চাদরে মুড়েছে। পঞ্চায়েতপ্রধান প্রধান হেমব্রম জানান, কালিয়াগঞ্জ স্কুলের উল্টোদিক থেকে রাস্তা শুরু হয়ে রুকরুকা নদীর পাড়ে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তা দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা-বাগান-সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এতদিন খুব সমস্যা হত, বিশেষত বর্ষায়। গত বছর পিচরাস্তা করার পরিকল্পনা নিই। যাতে জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়কে এলাকার মানুষ সহজে আসতে পারে। সেই অনুযায়ী ২০২১-’২২-এর তহবিল থেকে সাড়ে বাইশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা হয়। কয়েকদিন আগেই কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন-ইসলামপুরে শিল্পতালুক

পঞ্চায়েত সদস্য লক্ষ্মী কবিরাজ বলেন, আমি এখানকারই লোক। স্কুলপড়ুয়া থেকে শুরু করে সবাইকেই বেশ কষ্ট করে যাতায়াত করতে হত। কেউ অসুস্থ হলে গাড়ি পাওয়া কঠিন হত। সেই যন্ত্রণা মিটল। এলাকার সীতানাথ কবিরাজ, ভীম কবিরাজরা জানালেন, তাঁদের পূর্বপুরুষরা পাকা রাস্তা দেখেননি। তাঁরাও জন্মের পর থেকে কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করছেন।

Latest article