পশুদের জন্যও চালু হল মোটরবাইক-অ্যাম্বুল্যান্স

তারা অবলা, কষ্ট-যন্ত্রণার কথা ভাষায় প্রকাশ করতে পারে না। কিন্তু তাদের করুণ চোখের ভাষা যারা বুঝতে পারে, তারা ঠিক পাশে দাঁড়ায়।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: তারা অবলা, কষ্ট-যন্ত্রণার কথা ভাষায় প্রকাশ করতে পারে না। কিন্তু তাদের করুণ চোখের ভাষা যারা বুঝতে পারে, তারা ঠিক পাশে দাঁড়ায়। মোটরবাইক অ্যাম্বুল্যান্স দাদা পদ্মশ্রী করিমুল হকের দেখানো পথে এবার পথের পশুদের চিকিৎসার জন্য একটি মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে পরিণত করল কিছু যুবক। প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে করিমুল চালু করেন মোটরবাইক অ্যাম্বুল্যান্স। তাঁর দেখানো পথেই পথের অবলা প্রাণীদের চিকিৎসা দিতে চালু হল মোটরবাইক অ্যাম্বুল্যান্স।

আরও পড়ুন-স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা গুয়াবাড়িতে

রাজ্যে সম্ভবত প্রথম আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় চালু হল। পিপল ফর অ্যানিমালের ফালাকাটা ইউনিটের পক্ষ থেকে। ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা-সহ শহরের আরও বেশ কিছু ক্লাব, পশুপ্রেমীদের আর্থিক সাহায্যে একেবারে অত্যাধুনিক এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করা হল রবিবার। অনুষ্ঠানে ছিলেন বিডিও সুপ্রতীক মজুমদার, পুরপ্রধান প্রদীপ মুহুরি প্রমুখ। পিপলস ফর অ্যানিমালের ফালাকাটা ইউনিটের পক্ষে জানানো হয়েছে, সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা জন্য যা যা থাকে এই অ্যাম্বুল্যান্সেও তাই থাকছে। সঙ্গে মোটা অ্যালুমিনিয়াম এবং ধাতব পাত দিয়ে বড় বাক্স লাগানো হয়েছে। তাতে লাগানো চাকা। বাক্সটি লোহার পাত দিয়ে মোটরবাইকের সঙ্গে জোড়া। তার ভিতরে থাকছে স্ট্রেচার, বেল্ট, স্যালাইন, যাবতীয় ওষুধপত্রের ব্যবস্থা। থাকছে অক্সিজেনও। ভিতরে অন্তত দুটি পশু থাকার ব্যবস্থা রয়েছে।

Latest article