দেউচায় শিল্প কর্মসংস্থান, অঢেল বিদ্যুৎ

Must read

মণীশ কীর্তনিয়া, বোলপুর: বীরভূমে এবার শিল্প হবে। কর্মসংস্থানও হবে। দেউচা-পাঁচামিতে (Deucha Pachami) যে বিদ্যুৎ উৎপাদন হবে তাতে আগামী একশো বছর বাংলাকে বিদ্যুৎ নিয়ে ভাবতে হবে না। বিদ্যুতের দামও কমবে। বোলপুরের প্রশাসনিক জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার যে জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে সে-কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেউচা-পাঁচামিতে (Deucha Pachami) আমি জোর করে জমি নিইনি। মোট ৩ হাজার ৩৭০ একর জমি লেগেছে দেউচা-পাঁচামিতে। এর মধ্যে রাজ্য সরকারের ১ হাজার একর জমি ছিল। বাকিটা স্থানীয় মানুষ দিয়েছেন কাউকে জোর করা হয়নি। যাঁরা জমি দিয়েছেন তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়েছে। কেউ জুনিয়র কনস্টেবল, কেউ হোমগার্ড আবার কাউকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। যাদের চাকরি করার বয়স হয়নি তাদের ১০ হাজার টাকা করে সহায়ক ভাতা দেওয়া হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেউচা-পাঁচামির প্রথম অধ্যায়ের কাজ শেষ হয়েছে। আগামী ২ বছরের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। শিল্প ও কর্মসংস্থানের নিরিখে আগামী দিন নতুন বীরভূম দেখবে মানুষ।

আরও পড়ুন-নোংরা বিবৃতি, চিঠি দেবেন মুখ্যমন্ত্রী

তবে এদিন নিয়োগ নিয়ে বিরোধীদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্য সরকার যখনই নিয়োগের উদ্যোগ নিচ্ছে, তখনই আদালতে মামলা করে দিচ্ছে। তাঁর সংযোজন, আদালতের কোনও দোষ নেই। নিয়োগ নিয়ে রাজনীতি চলছে। এদিন নাম না করে শুভেন্দুর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেউ কেউ সরকারে থেকে সবথেকে বেশি চুরি করেছে। তাদের মুখে এখন কালো টাকার গল্প শুনি! এরপরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, গদ্দাররা চুরি করে মানুষ খেপায়, এদের বিশ্বাস করবেন না।

Latest article