নকশাল-নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই, মৃত ৬ মাসের শিশু

Must read

নকশালদের (Naxal encounter in Chhattisgarh) সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই ছত্তিশগড়ে। মৃত্যু হল মাস ছয়েকের শিশু। আহত হয়েছেন তিন জন। আহতদের মধ্যে রয়েছেন শিশুটির মা এবং ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই জওয়ানও। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে বিজাপুর অঞ্চলের গাঙ্গালুর থানার অন্তর্গত মুতভান্দি গ্রামের কাছে একটি জঙ্গলে শুরু হয় সংঘর্ষ (Naxal encounter in Chhattisgarh)। ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি দল। এপ্রসঙ্গে ডিআরজি-এর আধিকারিক জানিয়েছেন, গুলির লড়াইয়ের সময় আহত হন এক মহিলা ও দুই জওয়ান। তাঁদের সকলেরই হাসপাতালে চিকিৎসা চলছে। তবে মাওবাদীদের খুঁজতে এখনও তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন- ১৫৫ বার ভূমিকম্প! জাপানে মৃত ৩০

গত ৩০ দিনে মাওবাদীহানায় বহু মানুষ মারা গিয়েছেন ছত্তিশগড়ে৷ প্রাণ হারিয়েছেন একাধিক জওয়ান এবং সরকারি সংবাদমাধ্যমের কর্মীরাও৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাওবাদীদের বাড়বাড়ন্ত নিয়ে বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়ছে কেন্দ্র৷

Latest article