অমানবিক অটোচালক, স্ত্রীর দেহ কাঁধে রাস্তায় স্বামী

চিকিৎসকদের কথামতো সামুলু তাঁর স্ত্রীকে নিয়ে ১০০ কিলোমিটার দূরে কোরাপুটের পট্টোঙ্গী ব্লকে নিজের গ্রাম সোরাদার উদ্দেশে রওনা দেন।

Must read

প্রতিবেদন : ওড়িশা কোরাপুটের বাসিন্দা সামুলু পাঙ্গি। সম্প্রতি তাঁর স্ত্রী ইদি গুরু (৩০) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নিকটবর্তী এলাকায় কোনও ভাল হাসপাতাল না থাকায় সামুলু তাঁর স্ত্রীকে ভর্তি করেন অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের এক হাসপাতালে। কিন্তু কয়েকদিন চিকিৎসার পর সেখানকার চিকিৎসকরা জানিয়ে দেন, ইদির অবস্থা অত্যন্ত খারাপ। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাই হাসপাতালে শয্যা আটকে না রেখে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়াই ভাল। চিকিৎসকদের কথামতো সামুলু তাঁর স্ত্রীকে নিয়ে ১০০ কিলোমিটার দূরে কোরাপুটের পট্টোঙ্গী ব্লকে নিজের গ্রাম সোরাদার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন-আইনি লড়াইয়ে বিশ্বের সবচেয়ে দামি সংস্থাকে নিয়োগ আদানি গোষ্ঠীর

স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করেন তিনি। কিন্তু ২০ কিলোমিটার যাওয়ার পর অটোতেই মৃত্যু হয় ইদির। এরপর স্ত্রীর মৃতদেহ সহ সামুলুকে মাঝরাস্তায় নামিয়ে দেন অটোচালক। বহুবার অনুরোধ সত্ত্বেও অটোচালক সামুলুকে তাঁর বাড়ি পৌঁছে দিতে রাজি হননি। বাধ্য হয়ে সামুলু স্ত্রীর দেহ কাঁধে ফেলে ৮০ কিলোমিটার দূরে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে ভাগ্য কিছুটা সহায় ছিল ওই যুবকের। রাস্তায় পুলিশ কর্মীরা সামুলুকে দেখে তাঁকে দাঁড় করান। পুরো ঘটনাটি শোনার পর পুলিশই একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেয়। শেষ পর্যন্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফেরেন সামুলু।

Latest article