শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম: ট্রাম্পলম্যান

Must read

দুবাই, ২৮ অক্টোবর : এর আগে কেউ জানত রুবেন ট্রাম্পলম্যানের নাম? মনে হয় না। কিন্তু এবার মনে রাখতে হবে এই বাঁ হাতিকে।
বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিল নামিবিয়া। আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অবিশ্বাস্য একটা প্রথম ওভার বল করলেন রুবেন। প্রথম ওভারেই তিন উইকেট। যার মধ্যে প্রথম বলেই ছিল প্রথম উইকেট।
বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে প্রথম বলেই উইকেট নেওয়াটা বেশ রোমহর্ষক ঘটনা। আর এমন একটা কাণ্ড ঘটিয়ে রুবেন বলেছেন, ‘‘আমার একটু নার্ভাস লাগছিল। তারপর ভাবলাম এটা বিশ্বকাপ। তাহলে উপভোগ করবো না কেন।”

আরও পড়ুন-নীরবতা ভেঙে ক্ষমা প্রার্থনা ডি’ককের

শেষপর্যন্ত ১৭ রানে তিন উইকেট নিয়েছেন রুবেন। আর সাদা চুলের এই ফাস্ট বোলারের দাপটে স্কটল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১০৯ রানে। যে রান ছয় উইকেটে তুলে নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ চার উইকেটে জিতে নিয়েছে নামিবিয়া।
রুবেন বলেছেন, ‘‘আমার কাছে সুইং হল প্রধান অস্ত্র। কপাল ভাল যে সেটা স্কটল্যান্ড ম্যাচে কাজ করেছে। আমরা আরও কয়েকটা ম্যাচ জিততে চাই। তবে এই জয় আমাদের কাছে বিশাল ব্যাপার।”
একটা সময় স্কটল্যান্ড ১৮-৪ হয়ে গিয়েছিল এই ম্যাচে। অধিনায়ক কাইল কোয়েতজারের আঙুলে চট থাকায় নামিবিয়ার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন রিচি বেরিংটন। তিনিও রুবেনের শিকার। বেরিংটন পরে বলেন, নামিবিয়া খুব ভাল বল করেছে। বিশেষ করে রুবেন। এদিকে, রুবেনের এটা ছিল ষষ্ঠ টি-২০ আন্তর্জাতিক। ২৩ বছরের দক্ষিণ আফ্রিকা-জাত এই তরুণ শুরু করেছিলেন নর্দার্ন-এর হয়ে প্রভিনশিয়াল ওয়ান ডে চ্যালেঞ্জে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। তবে এযাবৎ স্কটল্যান্ড ম্যাচই যে রুবেনের সেরা, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন।

Latest article