মাতৃদিবসে সূচনা স্তন্যপান কক্ষের

একটি সুপার স্পেশালিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলাদের স্তন্যদানের জন্য একটি নির্দিষ্ট কক্ষের উদ্বোধন করে এই তথ্য জানান শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়ন্তকুমার মুদুলি।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : করোনা অতিমারির কারণে বিশ্বে শিশুর স্তন্যপানের হার ৪০-৫০ শতাংশ কমেছে। দুর্গাপুরের শোভাপুর-বিজরা এলাকার একটি সুপার স্পেশালিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলাদের স্তন্যদানের জন্য একটি নির্দিষ্ট কক্ষের উদ্বোধন করে এই তথ্য জানান শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়ন্তকুমার মুদুলি।

আরও পড়ুন-ঐতিহাসিক দিঘির সংস্কার করবে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ

দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ও শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সজাগ। তাঁরা ঠিকমতো পুষ্টিকর খাবার পাচ্ছেন কি না এটা তাঁর নজর এড়িয়ে যায় না।’’ মেয়র পারিষদ (স্বাস্থ্য) রাখি তেওয়ারি বলেন, ‘‘আব্রুরক্ষার জন্য মায়েরা সর্বসমক্ষে সন্তানকে স্তন্যপান করাতে পারেন না। তাই স্তন্যপান করানোর পৃথক ব্যবস্থা রাজ্যের সমস্ত হাসপাতালেই থাকা উচিত।’’

Latest article