সংবাদদাতা, আলিপুরদুয়ার : ভুটান থেকে নেমে আসা জলরাশি বিপর্যয় ডেকে আনে আলিপুর তথা সারা উত্তরবঙ্গে। সেই বিপর্যয়ে হাসিমারা তোর্সা নদী সংলগ্ন সুভাষিণী চা-বাগানের শ্রমিক মহল্লার বহু বাড়িঘর ভেসে যায়। গৃহহীন হয়ে পড়েন বহু চা-শ্রমিক। গত ১২ অক্টোবর দুর্গত এলাকা পরিদর্শন করতে ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনের রিভিউ মিটিং করতে আলিপুরদুয়ার আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-এমএসএমই-র বিকাশে ১০-১৮ নভেম্বর ‘শিল্পের সমাধান’ শিবির
তিনি মিটিং সেরে যান সুভাষিণী চা-বাগানে দুর্গতদের পরিস্থিতি দেখতে। সেখানেই জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে যান, গৃহহীনদের দ্রুত বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই ময়দানে নামে জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে ভূমিরাজস্ব আধিকারিক নৃপেন্দ্র সিং চা-বাগানে গিয়ে একটি উঁচু জায়গা নির্বাচন করেন। সেখানেই বন্যায় নষ্ট হওয়া যাওয়া ৩৬টি শ্রমিক পরিবারকে নতুন করে গৃহনির্মাণ করে দেবে রাজ্য। যেহেতু শ্রমিকদের হাতে গৃহের পাশাপাশি ভূমির অধিকারও দেওয়া হবে, তাই ওই জমির পাট্টারও ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। যেহেতু ওই জমিগুলি চা-বাগানের লিজে রয়েছে, বাগানের এনওসি পাওয়ার পরেই পাট্টাপ্রদান ও গৃহ নির্মাণের কাজ শুরু করা যাবে। জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সুভাষিণী চা-বাগানে শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়া হবে।