বায়ুদূষণ রোধে উদ্যোগ

বুধবার এক অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী শ্নেহাশিস চক্রবর্তী বলেন, বাংলা জুড়ে ১,২০০-র বেশি পলিউশন টেস্টিং সেন্টার আছে।

Must read

প্রতিবেদন : পরিবেশ রক্ষায় আরও কড়া পরিবহণ দফতর। বুধবার এক অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী শ্নেহাশিস চক্রবর্তী বলেন, বাংলা জুড়ে ১,২০০-র বেশি পলিউশন টেস্টিং সেন্টার আছে। আমাদের সরকার পরিবেশ সচেতন সরকার। পরিবেশ বান্ধব উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে মা মাটি মানুষের সরকার। বায়ুদূষণের মাত্রা আমরা কমাতে চাই।

আরও পড়ুন-দিনের কবিতা

তাই ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট অগ্রাধিকার পায়। পরিবেশ বান্ধবগাড়ির সংখ্যা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। পেট্রোল ও ডিজেলচালিত গাড়িগুলির নিয়মিত ধোঁয়া পরীক্ষা করার ক্ষেত্রে নজরদারি চালায় পরিবহন দফতর ও পুলিশ। তাই অটো এমিশন সেন্টারগুলিকে আরও সুসংহত করার কথা ভাবছে সরকার। বাহন পোর্টালে পলিউশন সেন্টারগুলির সঙ্গে যে লিঙ্ক আছে তার আপডেট করা হয়েছে। ফলে সঠিক ভাবে ধোঁয়া পরীক্ষা না করে আর সার্টিফিকেট ইস্যু করা যাবে না।

Latest article