চোটে জেরবার ইস্টবেঙ্গল

গোলকিপার তথা অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য ডার্বিতে চোট পেয়েছেন।

Must read

প্রতিবেদন : চেন্নাইয়িন এফসি ম্যাচ থেকে এক পয়েন্ট (point) নেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে নামার জন্য তৈরি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু চোট-আঘাত, ফিটনেস সমস্যায় প্রতি ম্যাচেই প্রথম একাদশে বদল আনতে হচ্ছে কোচ ম্যানুয়েল দিয়াজকে। সবে মাত্র চারটি ম্যাচ খেলেছে দল। তার মধ্যেই ফুটবলারদের চোট আঘাতের তালিকাটা বেশ লম্বা। বলবন্ত সিং, অঙ্কিত মুখোপাধ্যায় মাঠে নামার আগেই চোট পেয়ে বসে আছেন।

আরও পড়ুন-আজ সামনে জামশেদপুর

গোলকিপার তথা অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য ডার্বিতে চোট পেয়েছেন। জ্যাকিচাঁদ সিং প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে খেলার পর চোট পেয়ে আর মাঠে নামতে পারেননি। আদিল খান ভরসা দিলেও ৯০ মিনিট খেলার মতো নাকি ফিট নন। তাঁরও অল্প চোট আছে। চোটের তালিকায় নতুন সংযোজন ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েল।

আরও পড়ুন-লক্ষ্মণ বললেন বিরাটকে আরও ধৈর্য ধরতে হবে

চেন্নাইয়িন ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তাঁকে তুলে নিতে হয়। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ড্যারেনকে ব্যবহার করে চিমা, পেরোসেভিচদের দিয়ে গোলের রাস্তা খোঁজার রণনীতি তৈরি করছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। ড্যারেনের চোটে সেই পরিকল্পনা আপাতত ধাক্কা খেয়েছে দিয়াজের। গোয়া ম্যাচের ৪৮ ঘণ্টা আগে তাই বিকল্প রণনীতি তৈরিতে ব্যস্ত ইস্টবঙ্গল কোচ। রবিবার ফুটবলারদের অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ। সোমবার গোয়া ম্যাচের চূড়ান্ত প্রস্তুতিতে নামবেন হীরা, পেরোসেভিচরা।

Latest article