ক্রোয়েশিয়ার ক্লাবে যোগ দিয়ে চমক দিয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান। কিন্তু ইউরোপে অভিষেকের আগেই ধাক্কা খেলেন ভারতীয় ডিফেন্ডার। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন লিগে এইচএনকে সিবেনিকের পরবর্তী ম্যাচের কয়েক ঘণ্টা আগে চোট পেলেন সন্দেশ। ক্রোট ক্লাবে যোগ দেওয়ার তিন দিন পরেই চোট পেয়ে বসলেন তিনি। চোট পেয়েছেন দলের আরও কয়েকজন ফুটবলার।
আরও পড়ুন-চলে গেলেন ফুটবল অলিম্পিয়ান সৈয়দ হাকিম
এই নিয়ে সিবেনিকের কোচ মারিও রোসাস জানিয়েছেন, ‘‘মেসা ও জুলারজিজাকে পুরো মরশুমের জন্য পাওয়া যাবে না। বিলিচ থাকবে না। আবার ভেসিচ ও সাহিতিও অনিশ্চিত। সন্দেশ ও অ্যাটিসের নথিপত্রের কাজ শেষ করতে হবে। তবে এটা আমাদের জন্য কোনও অজুহাত হবে না’’। ভারতীয় ডিফেন্ডারের চোট নিয়ে ক্রোয়েশিয়ার ক্লাবের কোচ বলেছেন, ‘‘সন্দেশের এমআরআই হয়েছে। চিকিৎসকদের মতামত আলাদা। কেউ কেউ বলছে, আগামী সপ্তাহ থেকে অনুশীলন করতে পারবে সন্দেশ। কিন্তু আমরা দেখে নিতে চাই। আশা করছি, ওর চোট গুরুতর নয়’’।
আরও পড়ুন-মেসির অভাব টের পাচ্ছেন বার্সা কোচ
সাত বছর আগে ইন্ডিয়ান সুপার লিগে সেরা উদীয়মান ফুটবলারের সম্মান পেয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান। যা ভারতের সিনিয়র দলে জায়গা করে দেয় তাঁকে। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেপালের বিরুদ্ধে অভিষেক হয় পঞ্জাবি ডিফেন্ডারের। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সন্দেশকে।