প্রতিবেদন : গ্রুপের এক ম্যাচ বাকি থাকতেই রঞ্জির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে বাংলা (Bengal in quarters)। শুক্রবার লাহলিতে খেলার শেষদিন প্রথম ঘণ্টাতেই হরিয়ানার বাকি তিন উইকেট তুলে নিয়ে ইনিংস ও ৫০ রানে জিতে নক আউট নিশ্চিত করে ফেলেন মনোজ তিওয়ারিরা। ফলে বোনাস পয়েন্ট (৭) নিয়ে ম্যাচ জিতল বঙ্গ ব্রিগেড। ৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এলিট ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলা। এবারের রঞ্জিতে এখনও অপরাজিত লক্ষ্মীরতন শুক্লর দল। ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতল বাংলা (Bengal in quarters)।
ফলো অন করে আগের দিনের ১৭৭-৭ স্কোর নিয়ে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু করে হরিয়ানা। মাত্র ২৯ রান যোগ করে অলআউট হয়ে যায় তারা। বাংলার পেসারদের দাপটে হরিয়ানার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২০৬ রানে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলার সফল বোলার আকাশদীপ। বাংলার পেসারের ঝুলিতে এবারও পাঁচ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তাঁর। এদিন হরিয়ানার আরও দু’টি উইকেট নেন আকাশ। অন্যটি নেন মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসে মুকেশের ঝুলিতে ৩ উইকেট। ঈশান পোড়েলের ২ উইকেট।
আরও পড়ুন-এবার চিৎপুর সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
বল হাতে আকাশের সাফল্যের পাশে এই ম্যাচে বাংলার জয়ের অন্যতম কারিগর অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার। তাঁর ১৪৫ রান বাংলার সরাসরি জয়ের পথ প্রশস্ত করে দেয়। বাকি কাজটা সারেন বোলাররা। শেষ ম্যাচ ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে বাংলা। কোচ লক্ষ্মী বললেন, ‘‘ওড়িশা ম্যাচ আমার কাছে রঞ্জির প্রথম ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। আত্মতুষ্টির জায়গা নেই। কোনও উৎসব নয়। দল হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। এখনও অনেকটা পথ বাকি।’’
দল ভাল খেললেও ওপেনিং নিয়ে একটা সমস্যা রয়েই গিয়েছে। অভিমন্যু একদিক থেকে রান পেলেও তাঁর যোগ্য সঙ্গীর খোঁজে বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক। চ্যাম্পিয়ন হতে গেলে ওপেনিংয়ে খামতি দূর করতে হবে। অভিমন্যু ঈশ্বরণ নিয়মিত রান করলেও তাঁর সঙ্গী নিয়েই সমস্যা। এবারের রঞ্জিতে প্রথম দুই ম্যাচে খেলেননি অভিমন্যু। উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন কৌশিক ঘোষ এবং অভিষেক দাস। দু’জনেই ব্যর্থ হন। দুই ম্যাচ মিলিয়ে কৌশিক করেন ৯৬ রান। অভিষেকের অবদান ৬৩ রান। কোচ লক্ষ্মী বলেছেন, ‘‘আমরা চেষ্টা করছি। শেষ ম্যাচে হয়তো ওপেনার পরিবর্তন করব না। দেখা যাক কী হয়।’’ ওপেনিংয়ে এই খামতি দূর করতে অভিমন্যুর যোগ্য সঙ্গীর খোঁজে রয়েছে বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক।