সাত সদস্যের তদন্ত কমিটি

Must read

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : যৌন হেনস্তার অভিযোগ ছিলই। এবার জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ফেডারেশন সভাপতির অপসারণ, তদন্ত কমিটি গঠন-সহ একাধিক দাবিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পি টি উষাকে (P. T. Usha) চিঠি দেন দেশের তারকা কুস্তিগিররা। এর পরই দ্রুত পদক্ষেপ করেন আইওএ প্রধান দেশের কিংবদন্তি অ্যাথলিট।

বিকেলেই আইওএ-র তরফে জরুরি বৈঠক ডাকেন উষা (P. T. Usha)। সেখানেই জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত গড়ে ফেলা হয় তদন্ত কমিটি। জানা গিয়েছে, কমিটিতে রয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার এম সি মেরি কম, প্রাক্তন আন্তর্জাতিক তিরন্দাজ বাংলার দোলা বন্দ্যোপাধ্যায়, কুস্তিগির যোগেশ্বর দত্তের মতো তারকারা। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও।

আরও পড়ুন-বৈঠকের জন্য টাকার চাপ বিজেপির, নালিশ চিত্তরঞ্জন লোকোমোটিভের

এদিন আইওএ সভাপতি উষাকে চিঠি দেওয়ার আগে দেশের অন্যতম সেরা কুস্তিগির বজরং পুনিয়া বলেন, ‘‘অতীতে আমাদের খুনের হুমকিও দেওয়া হয়েছে। সেই আতঙ্কেই আমরা এতদিন জাতীয় কুস্তি সংস্থার সভাপতির সমর্থনে কথা বলতে বাধ্য হতাম। এখন আমরা দাবি আদায়ের জন্য লড়াই করছি।’’
পি টি উষা জানিয়েছেন, তাঁদের পক্ষে যা যা করা সম্ভব সব কিছুই করবেন। বলেন, ‘‘একজন মহিলা, প্রাক্তন অ্যাথলিট এবং ক্রীড়া প্রশাসক হিসেবে আমি উদ্বিগ্ন।’’ এদিকে, অভিযুক্ত ব্রিজভূষণ এদিন জানিয়ে দেন, পদত্যাগের কোনও প্রশ্ন নেই। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, তিনি বলতে শুরু করলে সুনামি হয়ে যাবে।

Latest article