প্রতিবেদন : সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল বাংলা। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ছে। কিন্তু প্রস্তুতির উপযুক্ত পরিকাঠামো না থাকায় সাফল্যের হার অনেকটাই কম। পরীক্ষার্থীরা যাতে করে রাজ্যেই সঠিক প্রস্তুতি পায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ২৬টি সিভিল সার্ভিস সেন্টার তৈরির উদ্যোগ নেন।
আরও পড়ুন-সুশৃঙ্খল কার্নিভাল দেখে মুগ্ধ দর্শনার্থীরা
এবার সেই প্রশিক্ষণ দিতে রাজ্য সরকার ২৬টি জেলায় প্রশিক্ষণকেন্দ্র শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জেলার প্রতিটি প্রশিক্ষণকেন্দ্রে ৫০ জন করে শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবেন। রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি ওই পড়ুয়াদের ডব্লিউবিসিএস ও সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের তত্ত্বাবধানে কোচিং সেন্টারগুলো চলবে।
আরও পড়ুন-আরও নামল কলকাতার তাপমাত্রা! রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস
রাজ্যের পড়ুয়ারা যাতে আরও বেশি সংখ্যক প্রশাসনের উচ্চপদে চাকরি করতে পারে, সেই লক্ষ্যেই স্বল্প খরচে সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পরিকল্পনা করে রাজ্য। ২০১৪ সাল থেকে এই স্টাডি সেন্টারের পথচলা শুরু। ২০২১ সালে সেন্টারটির নামকরণ হয়, ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার।’ বর্তমানে সেন্টারটির মূল ভবন সল্টলেকে। এখানে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সাধারণজ্ঞান নিয়েও বিশেষ ধরনের ক্লাস নেওয়া হবে।
সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল বাংলা। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ছে