বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে পারেন মমতাই: কল্যাণ

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, '৪-৫ অক্টোবরের পর এই অধিবেশন। দিদি এখানে ধর্নায় বসেন

Must read

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৪-৫ অক্টোবরের পর এই অধিবেশন। দিদি এখানে ধর্নায় বসেন। ইডি-সিবিআই দিয়ে ভারত চলে না। এখন সুপ্রিম কোর্টও তাই বলছে। নরেন্দ্র মোদি বলেছিলেন ২০০ হয়েছে ৭০। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কিছু হয়নি। বিজেপি ইডি-সিবিআই-এর মাধ্যমে জোর খাটাচ্ছে। যখন ইমার্জেন্সি হয়েছে তখন বিরোধীদের জেলে পুরেছিল, এখন অঘোষিত ইমার্জেন্সি।’

আরও পড়ুন-ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরিতে রাজ্যের অভিনব উদ্যোগ

তিনি আরও বলেন, ‘সিপিএম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টা করেছিল। নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে যিনি লড়তে পারেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি।’

Latest article